ক্যাটাগরি

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

নিহত মো.
সিদ্দিকুর রহমানের (৬০) বাড়ি চাঁদপুর সদরে।

বৃহস্পতিবার
বিকালে উৎসব পরিবহনের একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয় বলে যাত্রাবাড়ী থানার এসআই
বিশ্বজিৎ সরকার জানান।

তিনি বলেন, দুর্ঘটনার পর
পথচারীরা সিদ্দিকুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।

উৎসব পরিবহনের
বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সিদ্দিকুরের
মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে এবং স্বজদের খবর পাঠানো হয়েছে বলে জানান এসআই
বিশ্বজিৎ।