ক্যাটাগরি

জীবন বীমায় নতুন এমডি

তাকে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. জহরুল হক

মো. জহরুল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল হক ভুইয়াকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।

গত ১৯ জানুয়ারি শহিদুলকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছিল। বৃহস্পতিবার সেই আদেশ বাতিল করে ওই পদে জহরুল হককে নিয়োগ দেওয়া হল।

আলাদা আদেশে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।