ছবি: প্রতীকী
বৃহস্পতিবার
সন্ধ্যার এই আগুনে পাঁচটি দোকান ও ঘর পুড়েছে বলে পুলিশ জানিয়েছে।
খাদেমের
বস্তি নামে ওই বস্তিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার
সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ
কক্ষে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা
ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের
সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
আদাবর থানার এসআই আবদুস সালাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৫টি ঘর ও দোকান পুড়েছে।
অগ্নিকাণ্ডে
হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।