ক্যাটাগরি

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

উপজেলার বটতলী এলাকার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনায় এ দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার চাঁদগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী শিল্পী আক্তার (৩৪) ও তার শিশু কন্যা সোহামনি (৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, “শহরগামী একটি আটোরিকশাকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।”

পরে গুরুতর আহত অবস্থায় আটোরিকশার চালক তারিকুল ইসলামকে (৪৫) উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।