বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা দিঘীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হল- ওই ইউনিয়নের ডারকা দিঘী গ্রামের আরিফ হোসেনের ছেলে মাহফুজার রহমান শয়ন (৯) পাশের পত্মীতলা উপজেলার গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ছেলে আলিফ শেখ (১০)। তারা সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয়রা জানান, ওই দুই শিশুর মা-বাবাসহ ডারকাদিঘী গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে।বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের কয়েকজন শিশু বাড়ির পাশে ডারকা দিঘীতে গোসল করতে যায়। এক পর্যায়ে মাছের খাবার দেওয়া একটি ড্রামে চড়ে দিঘীর মাঝখানে চলে যায় তারা। পরে ওই ড্রাম পানিতে ভর্তি হয়ে ডুবে গেলে শিশুরা পানিতে লাফ দেয়। অন্যরা দির্ঘীর পাড়ে আসতে পারলেও ওই দুই শিশু তলিয়ে যায়।
ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন বলেন, শিশু দুটিকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল পরিদর্শন ঘটনাস্থল করে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল মোমিন।