ক্যাটাগরি

নওগাঁয় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

সানোয়ার
হোসেন (৫২) নামে এই বিএনপি নেতাকে বৃহস্পতিবার সকালে আদালতের আদেশে কারাগারে
পাঠানো হয়েছে বলে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান।

সানোয়ার
রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। উপজেলার কনৌজ উত্তরপাড়া গ্রামের আব্দুল
জব্বারের ছেলে তিনি।

ওসি
বলেন, ২০১১ সালে সরকারি গাছ কাটার এক মামলা আর ২০২০ সালে চেক জালিয়াতির এক মামলায়
সানোয়ারকে মোট তিন বছরের সাজা দিয়েছে আদালত। ২০১১ সালে সাজার পর থেকে তিনি পলাতক
ছিলেন। গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার কুজাইল বাজার থেকে পুলিশ তাকে
গ্রেপ্তার করে।