কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বুধবার গ্রানাদার বিপক্ষে ম্যাচে চোট পান রবের্তো। অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে দলের ৫-৩ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মাঠ ছাড়েন তিনি।
পরীক্ষার পর বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তার ঊরুর চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।
তবে স্থানীয় গণমাধ্যমের খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি হতে যাওয়া পিএসজির বিপক্ষে প্রথম লড়াইয়ে রবের্তোর না খেলা প্রায় নিশ্চিত।
চলতি মৌসুমে চোট আর অসুস্থতা বেশ ভুগিয়েছে রবের্তোকে। গত নভেম্বরে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে চোট, ডিসেম্বরে হয়েছিলেন করোনাভাইরাস পজিটিভ। সব প্রতিযোগিতা মিলে ১৮ ম্যাচ খেলতে পারেননি তিনি।