বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ দশমিক ৮০ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৪৭ দশমিক ৬৭ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে ৭১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের কর্মদিবসে ৭৯৪ কোটি ৬১ লাখ টাকা ছিল।
লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, ১০৬টির কমেছে এবং ১১৬টির দর অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৬৪ দশমিক ৯৪ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ১৬ হাজার ৩৩১ পয়েন্ট হয়েছে।
সিএসইতে ৩৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৩ কোটি ৬২ লাখ টাকা।
এ বাজারে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১০১টির দর বেড়েছে, ৬৮টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।