বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পাঁচ ম্যাচে প্রথম ড্র করা পুলিশের পয়েন্ট ৭। ছয় ম্যাচে দ্বিতীয় ড্র করা রহমতগঞ্জের পয়েন্ট ৫।
আগের ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়ে আসা রহমতগঞ্জ এগিয়ে যেতে পারত ২৫তম মিনিটে। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ক্রিস রেমির শট ফেরান গোলরক্ষক।
আগের দুই রাউন্ডে উত্তর বারিধারা ও ব্রাদার্স ইউনিয়নকে হারানো পুলিশ সুযোগ পেয়েছিল চার মিনিট পর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন বাল্লো ফামুসা।
দ্বিতীয়ার্ধের শুরুতে কোত দি ভোয়ার ফরোয়ার্ড রেমির শট ক্রসবার কাঁপিয়ে ফেরে। শেষ দিকে ডি-বক্সে ফাঁকায় থাকা সানোয়ার হোসেনও জাল খুঁজে নিতে ব্যর্থ হলে ম্যাচ শেষ হয় ড্রয়ে।