ক্যাটাগরি

বার্গম্যানের কুশপুতুল দাহ, আল জাজিরা নিষিদ্ধের দাবি

কাতারভিত্তিক
আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন
বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আল জাজিরায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের মানববন্ধনে কাতারভিত্তিক ও সংবাদমাধ্যমের লোগো এবং সাংবাদিক ডেভিড বার্গম্যানের ছবি সম্বলিত পোস্টার পোড়ানো হয়। ছবি: মাহমুদ জামান অভি

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের মানববন্ধনে কাতারভিত্তিক ও সংবাদমাধ্যমের লোগো এবং সাংবাদিক ডেভিড বার্গম্যানের ছবি সম্বলিত পোস্টার পোড়ানো হয়। ছবি: মাহমুদ জামান অভি

বক্তারা
আল জাজিরা টেলিভিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। ডেভিড
বার্গম্যানকে জামায়াতে ইসলামীর ‘পেইড
এজেন্ট’ আখ্যায়িত করে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার
দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে রাজু ভাস্কর্যের পাশে বার্গম্যানের কুশপুতুল দাহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধ
মঞ্চ।


আল জাজিরার প্রতিবেদন ‘অপপ্রচার’: পররাষ্ট্র মন্ত্রণালয়
 

আল জাজিরার প্রতিবেদন ‘অপপ্রচার’: পররাষ্ট্র মন্ত্রণালয়
 

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ সেনা সদরের
 

এ সময় অধ্যাপক জামাল উদ্দীন
বলেন, “আল জাজিরার এই প্রতিবেদন বাংলাদেশকে
নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

মানববন্ধনে
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আল-জাজিরা স্বাধীনতাবিরোধী
অপশক্তি জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে কাজ করায় এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে টেলিভিশন
চ্যানেলটি প্রকৃত অর্থে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছে।

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের মানববন্ধনে কাতারভিত্তিক ও সংবাদমাধ্যমের লোগো এবং সাংবাদিক ডেভিড বার্গম্যানের ছবি সম্বলিত পোস্টার পোড়ানো হয়। ছবি: মাহমুদ জামান অভি

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের মানববন্ধনে কাতারভিত্তিক ও সংবাদমাধ্যমের লোগো এবং সাংবাদিক ডেভিড বার্গম্যানের ছবি সম্বলিত পোস্টার পোড়ানো হয়। ছবি: মাহমুদ জামান অভি

“২০০৯ সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর স্বাধীনতাবিরোধী
জামায়াতে ইসলামী যে ধরনের অভিযোগ তুলছে, আল জাজিরা সরাসরি
সেসব অভিযোগের ভিত্তিতেই প্রতিবেদন, অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে।
অর্থাৎ তারা জামায়াতের মুখপত্র হিসাবে কাজ করছে।”

বাংলাদেশে আল জাজিরার
সম্প্রচার নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “হলুদ সাংবাদিকতার কারণে
আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করতে হবে। যারা বাংলাদেশে দাঁড়িয়ে এ দেশের ইতিহাস
অবমাননা করেন তাদের কোনো জায়গা এ দেশে নেই। এরা দেশের বাইরে
থেকে একেকজন একেকভাবে ইতিহাস রচনা করছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে।

“আর আল জাজিরা বহু আগে থেকেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে চলেছে
এবং জঙ্গিবাদ উসকে দেওয়ার কাজ সুচারুরূপে চালিয়ে যাচ্ছে। তারপরও
থেমে থাকেনি তাদের ইতিহাস বিকৃতি। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়েও
আল জাজিরা বিতর্ক তৈরির চেষ্টা করেছিল। এহেন অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী
ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। ছবি: মাহমুদ জামান অভি

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। ছবি: মাহমুদ জামান অভি

মুক্তিযুদ্ধ
মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, “আল জাজিরা আন্তর্জাতিক
অঙ্গনে যুদ্ধাপরাধের বিচারকে প্রহসন হিসেবে উপস্থাপন করেছিল।
একাত্তরের কুখ্যাত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের ‘ভালো মানুষ‘
সাজিয়ে তাদের ‘ইমেজ বিল্ডআপের’ও একটি চেষ্টা দেখা গেছে সেই সময়ের বেশ কয়েকটি প্রতিবেদনে।”

তিনি বলেন, “শুধু মুক্তিযুদ্ধ কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে বিভ্রান্তি
ছড়ানোয়ই নয়, বরং বাংলাদেশের অন্যান্য
ঘটনাবলী নিয়েও নেতিবাচক উপস্থাপনের একটি প্রবণতা লক্ষ করা যায় আল জাজিরার সংবাদ পরিবেশনায়।
এক্ষেত্রে প্রশ্ন ওঠে, এই গণমাধ্যমের উদ্দেশ্য কী?
আল জাজিরার এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন প্রয়াস।”

মানববন্ধনে
অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি নূর আলম, রোমান হোসাইন,
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পী বক্তব্য দেন।