ক্যাটাগরি

মান্দালয়ের অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ থেকে ‘গ্রেপ্তার ৩’

অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করা অভ্যুত্থানের বিরুদ্ধে বৃহস্পতিবার মান্দালয়ে প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছিল।

এর আগে মঙ্গলবার রাতে বৃহত্তম শহর ইয়াঙ্গনে প্রথম সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। এ পর্যন্ত সবচেয়ে বড় ওই গণপ্রতিবাদে যুক্ত হওয়া প্রতিবাদকারীরা ‘অমঙ্গল দূর হবে’ বলে শ্লোগান দিয়ে রীতি অনুযায়ী অমঙ্গল দূর করতে হাঁড়ি-পাতিল বাজিয়েছিলেন।

তবে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করার পর থেকে প্রকাশ্যে রাস্তায় নেমে প্রথম বিক্ষোভ করার সাহস দেখিয়েছে মান্দালয়ের আন্দোলনকারীরাই।

ফেইসবুকে আসা ভিডিওতে দেখা গেছে, মান্দালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় ২০ জন লোক বিক্ষোভ করছেন, তাদের হাতে ব্যানার; এগুলোর একটিতে লেখা, ‘সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ’।

“আমাদের গ্রেপ্তারকৃত নেতাদের, মুক্তি দাও, মুক্তি দাও,” বলে শ্লোগান দিচ্ছিলেন তারা।

পরে এখান থেকে অন্তত তিন প্রতিবাদকারীকে ধরে নিয়ে যাওয়া হয় বলে মান্দালয় ও ইয়াঙ্গনভিত্তিক আন্দোলনকারী শিক্ষার্থীদের তিনটি গোষ্ঠী নিশ্চিত করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শক্তি প্রয়োগের মাধ্যমে রাজপথের প্রতিবাদ দমনের ইতিহাস আছে মিয়ানমারের পূর্ববর্তী সামরিক জান্তাগুলোর। 

সোমবার দেশটির সেনাবাহিনী নির্বাচনে বিজয়ী জনপ্রিয় নেত্রী অং সান সু চিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়েছে।

আটক সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। এসব অভিযোগ তদন্তের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে।

সু চির বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন এবং ছয়টি অবৈধ ওয়াকিটকি রাখা অন্যতম।