বৃহস্পতিবার মান্দালয়ে একদল প্রতিবাদকারী ব্যানার উঁচিয়ে অভ্যুত্থান বিরোধী শ্লোগান দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি ও ভিডিওতে এমনটি দেখা গেছে।
সোমবার সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করার পর থেকে রাস্তায় নেমে এ ধরনের প্রতিবাদ এটিই প্রথম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শক্তি প্রয়োগের মাধ্যমে রাজপথের প্রতিবাদ দমনের ইতিহাস আছে মিয়ানমারের পূর্ববর্তী সামরিক জান্তাগুলোর।
ফেইসবুকে আসা ভিডিওতে দেখা গেছে, মান্দালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় ২০ জন লোক বিক্ষোভ করছেন, তাদের হাতে ব্যানার; এগুলোর একটিতে লেখা, ‘সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ’।
“আমাদের গ্রেপ্তারকৃত নেতাদের, মুক্তি দাও, মুক্তি দাও,” বলে শ্লোগান দিচ্ছেন তারা।
নির্বাচনে বিজয়ী জনপ্রিয় নেত্রী অং সান সু চিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। আটক সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। এসব অভিযোগ তদন্তের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে।
সু চির বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন এবং ছয়টি অবৈধ ওয়াকিটকি রাখা অন্যতম।