বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে মুক্তারপুর-সিপাইপাড়া সড়কের বণিক্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ভাণ্ডারি মার্কেটে লাগা এ আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
“কিন্তু ততক্ষণে মার্কেটের খাবার হোটেল, কাপড়, লেপ তোশকের দোকান, হেয়ার কাটিং, হাড়ি-পাতিলের দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়।”
ফাযার সার্ভিসের এ কমকর্তা বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছেবলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যানা যায়নি।