কোম্পানিগুলো হচ্ছে
বস্ত্র খাতের তমিজ উদ্দিন টেক্সটাইল মিল এবং
মুন্নু ফেব্রিক্স লিমিটেড । কাগজ খাতের
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং
লিমিটেড।
বৃহস্পতিবার বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিগুলোর মূল
বাজারে লেনদেনের অনুমতি দেওয়ার কথা জানায়।
সাধারণত তালিকাভুক্ত কোনো কোম্পানি ভালো করতে না পারলে শাস্তি
হিসেবে সে সব কোম্পানিকে ওটিসি মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ভালো করলে আবার মূল
মার্কেটে ফিরিয়ে আনা হয়।
ব্যবসার উন্নতি হওয়ার তথ্য জানিয়ে এই চার কোম্পানি মূল বাজারে
ফিরে আসার আবেদন জানিয়েছিল।
তমিজ উদ্দিন টেক্সটাইল:
২০১৯ সালে মুনাফা করেছে ২ কোটি ৮৬ লাখ টাকা। প্রতি ১০০ শেয়ারে নতুন ২৭টি শেয়ার লভ্যাংশ দিয়েছে। সর্বশেষ লেনদেন হয়েছে ১২ টাকায়।
মুন্নু ফেব্রিক্স: ২০১৯ সালে মুনাফা করেছে ৬০ লাখ
টাকা। লভ্যাংশ দেয়নি। সর্বশেষ লেনদেন হয়েছে ১০ টাকায়।
মনোস্পুল পেপার:
২০১৯ সালে মুনাফা করেছে ৬ কেইট ৭৫ লাখ টাকা।লভ্যাংশ দেয়নি।সর্বশেষ লেনদেন
হয়েছে ৫০ টাকায়।
পেপার প্রসেসিং
অ্যান্ড প্যাকেজিং: ২০১৯ সালে মুনাফা করেছে ৫ কোটি ৯ লাখ টাকা।লভ্যাংশ দেয়নি। সর্বশেষ
লেনদেন হয়েছে ১৬ টাকায়।