ক্যাটাগরি

শুরুর বিপর্যয়ের পর বাবর-ফাওয়াদের দৃঢ়তা

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে
পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫। বৃষ্টির বাধায়
বৃহস্পতিবার তৃতীয় সেশনে
মাঠে গড়ায়নি কোনো
বল।

দারুণ ব্যাটিংয়ে দলকে কক্ষপথে ফেরানো পাকিস্তান অধিনায়ক ফিফটি
করে এগোচ্ছেন সেঞ্চুরির দিকে। অপরাজিত ৭৭ রান নিয়ে। করাচি
টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে অসাধারণ সেঞ্চুরি করা ফাওয়াদ হাল ধরেছেন এবারও। ৪২ রানে
খেলছেন তিনি।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম
ঘণ্টায়ই মাত্র ২২ রানে তারা হারিয়ে বসে টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে।

কেশভ মহারাজের বাঁহাতি স্পিনে ধরাশায়ী হন ওপেনার ইমরান বাট ও তিনে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি। দারুণ
এক ফ্লাইটেড ডেলিভারিতে ১৫ রান করা ইমরান
ধরা পড়েন উইকেটের পেছনে। আর এলবিডব্লিউর ফাঁদে পড়ে রানের
খাতা খুলতে পারেননি আজহার।

দেখেশুনেই খেলেছিলেন আরেক ওপেনার আবিদ আলি। কিন্তু তার ৪৩ বলে ৬ রানের ইনিংসের ইতি টেনে দেন আনরিক
নরকিয়া। শর্ট লেগে
দারুণ ক্যাচ নেন এইডেন মারক্রাম।

মাত্র ১ রানের ব্যবধানে তিন উইকেট হারানো পাকিস্তানকে খেলায় ফেরান
বাবর ও ফাওয়াদ। এই দুইজনকে আর ফেরাতে পারেনি সফরকারীরা।

শুরু থেকে আস্থার সঙ্গে
খেলে ৮১ বলে ফিফটি তুলে নেন বাবর। অধিনায়ক হিসেবে টেস্টে এটি তার প্রথম ফিফটি। তার ১২৫ বলের ইনিংসে ১২টি
চার। তাকে দারুণ
সঙ্গ দেন ফাওয়াদ। তার ১৩৮ বলের ধৈর্যশীল ইনিংসে চার পাঁচটি।

এই দুই ব্যাটসম্যান পার করে দেন ৪৩ ওভার। তাদের অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটিতে স্বস্তি নিয়ে প্রথম
দিন শেষ করেছে
পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৫৮ ওভারে ১৪৫/৩ (ইমরান ১৫, আবিদ ৬, আজহার
০, বাবর ৭৭*,
ফাওয়াদ ৪২*; রাবাদা ১৩-১-৩৬-০, নরকিয়া ১১-৩-৩০-১, মহারাজ ২৫-৭-৫১-২, লিন্ডে ২.৫-১-২-০, এলগার
১.১-০-৬-০, মুল্ডার ৫-১-১৮-০)।