ক্যাটাগরি

দিনের শুরুতে মাঠে নেই সাকিব

টেস্ট শুরুর আগেই সাকিবের
কুঁচকির চোট নিয়ে শঙ্কা ছিল খানিকটা। দ্বিতীয় দিন বিকেলে নিজের বলে ফিল্ডিংয়ের সময়
সেখানে টান লাগে আবার। পরে বোলিং চালিয়ে গেলেও অস্বস্তি অনুভব করছিলেন। দিনের খেলা
শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন।

রাতে দল থেকে বলা হয়েছিল,
তৃতীয় দিন সকালে সাকিবের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে। শুক্রবার খেলা
শুরুর পরপর বিসিবির প্রধান চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সাকিবের চোট
কতটা গুরুতর, এটা বোঝার জন্য স্ক্যান করানো নিয়ে আলোচনা করছি আমরা। আজকে শুক্রবার বলে
লজিস্টিকাল একটু সমস্যা আছে। আমরা কথা বলে দেখছি কী করা যায়।”

সাকিবের এই কুঁচকির
চোট টানা দেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। সেদিনও নিজের বলে
ফিল্ডিংয়ের সময় চান লাগে কুঁচকিতে। এরপর কয়েক দিন বিশ্রামে ছিলেন তিনি।