এবারে নতুন পেটেন্ট আবেদন থেকে ধারণা করা হচ্ছে, দীর্ঘস্থায়ী কেবলের দিকে নজর দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘কেবল উইথ ভেরিএবল স্টিফনেস’ নামের পেটেন্ট আবেদনে অ্যাপল দীর্ঘস্থায়ী চার্জিং কেবলের কিছু ধারণা দিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
পেটেন্ট আবেদনে এমন কিছু ধারণা দেওয়া হয়েছে, যাতে কেবল সহজে নষ্ট না হয়। একটি ধারণায় বলা হচ্ছে, কেবলের ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন মাত্রার কাঠিন্য দেওয়া হবে, কিন্তু পুরো কেবল একই রকম মোটা হবে।
কেবলের শেষ মাথায় ‘স্ট্রেইন রিলিফ স্লিভ’ ব্যবহার করে অ্যাপল। নতুন নকশায় এটিও বদলে ফেলতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
বাঁকানোর কারণে কেবল ছেঁড়া প্রতিহত করে ‘স্ট্রেইন রিলিফ স্লিভ’। যদিও এই ব্যবস্থা কেবল নষ্ট হওয়া একেবারে আটকাতে পারে না।
এবারে নতুন নকশায় পুরো কেবল জুড়েই ভিন্ন ভিন্ন মাত্রার কাঠিন্য এবং নমনীয়তা দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল। এতে কেবলগুলো আগের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে বলেই প্রতিষ্ঠানের প্রত্যাশা।