ক্যাটাগরি

ভোলায় কলেজছাত্রীকে এসিড নিক্ষেপ ‘সিরিঞ্জ’ দিয়ে

বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে মেয়েটির স্বজনরা জানান।

এই ঘটনায় মেয়েটির বাবা দুজনকে আসামি করে শুক্রবার চরফ্যাশন থানায় মামলা করেছেন।  

চরফ্যাশনের রহিমা ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলায় ছাত্রীর বাবা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তার মেয়ে ঘরে পড়ছিলেন। ওই সময় ঘরের দরজা ও জানালা বন্ধ ছিল। হঠাৎ ছিদ্র দিয়ে ‘ইনজেকশনের সিরিঞ্জ’ ঢুকিয়ে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে হামলাকারী।

এই সময় মেয়েটি চিৎকার করে ওঠেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অ্যাসিড নিক্ষেপ করে স্থানীয় বেলায়েত ও হানিফকে পালিয়ে যেতে ওই ছাত্রী দেখেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আবদুল্লাহপুরের মিনা বাজারে দোকান ঘর নিয়ে আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন বলেন, এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বেলায়েত ও হানিফকে আসামি করে শুক্রবার চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।

“জমিজমার বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ শিবা গ্রামের বেলায়েত হোসেন ও হানিফ মাঝি এসিড নিক্ষেপ করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।”

তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বসাক বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে অ্যাসিড দগ্ধের ক্ষত সৃষ্টি হয়েছে। চিকিৎসা চলছে।