বৃহস্পতিবার
রাত ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী চাপাল এলাকায় এই দুর্ঘটনা
ঘটে।
নিহত হীরক
বিশ্বাস (৪০) রাজশাহী নগরের শাহমখদুম থানার বড় বনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি নগরের
লক্ষ্মীপুর এলাকার শারমিন নার্সিং হোমে কাজ করতেন।
আহত রাসেল
(২২) বড় বনগ্রামের আরশাদ আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
প্রেমতলী
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, মোটরসাইকেল যোগে তারা
গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে রাজাবাড়ী এলাকায় কামাল অটো রাইস মিলের সামনে বিপরীত
দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে তারা
রাস্তার উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে হীরক বিশ্বাস মারা যান বলে তিনি জানান।
কামরুজ্জামান
আরও জানান, আহত মোটরসাইকেল আরোহী রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য
কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
স্থানান্তর করা হয়।