ক্যাটাগরি

অবৈধ গ্যাস ব্যবহার গাজীপুর জেলা পরিষদ সদস্যের

বৃহস্পতিবার বিকালে জেলা
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

দণ্ডিত আবুল খায়ের বিএসসি
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান সদস্য।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের
ব্যবস্থাপক সুরুয আলম বলেন, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের নিয়মিত অভিযানের
অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রীপুর উপজেলার কেওয়া ফখরুদ্দিন মোড়
গারো পল্লি এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

“এই সময় অবৈধভাবে গ্যাস
সংযোগ দেওয়ার অভিযোগে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে স্থাপিত গ্যাস পাইপলাইন অপসারণ
করে ৫০টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।”

পরে স্থানীয় আবুল খায়ের
বিএসসির কয়েকটি টিনশেড ভাড়া বাসা এবং তার ছয় তলা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে অবৈধ গ্যাস
ব্যবহারের অভিযোগে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়, যা অনাদায়ে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া
হয় বলে এই ম্যাজিস্ট্রেট জানান।

“পরে এক লাখ টাকা জরিমানা
প্রদান করায় তাকে ছেড়ে দেওয়া হয়।”

শ্রীপুর উপজেলা চেয়ারম্যান
সামসুল আলম প্রধান বলেন, দণ্ডিত আবুল খায়ের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম
সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সদস্য।

অভিযানকালে তিতাস গ্যাস
গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুয আলম, উপ-ব্যবস্থাপক মির্জা শাহ নেওয়াজ লতিফ, সহকারী
প্রকৌশলী জাবের নূরানী, কে এইচ ফয়সাল আহমেদ প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।