ক্যাটাগরি

আফরান নিশোর গল্পের নায়িকা মেহজাবীন

আফরান নিশোর গল্প ভাবনা থেকে চিত্রনাট্য তৈরি করেছেন পান্থ শাহরিয়ার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো আর মেহজাবীন চৌধুরী। এরমধ্যে কাজল চরিত্রে নিশো এবং রেখা চরিত্রে মেহজাবীন।

আরিয়ান বললেন, ‘একটা মফস্বল শহরের দু’জন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে নির্মাণ করেছি। আমি সাধারণত যে ধরণের প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটাও তেমনই। এরমধ্যে কিছু চমক বা বৈচিত্র্য তো থাকছেই। সেটি নাটকটি উন্মুক্ত হলে দর্শকরা দেখতে পাবেন।’

এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজন প্রমুখ।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে শিগগিরই এটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।