আশুলিয়া
থানার এসআই আল-মামুন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পল্লীবিদ্যুৎ কার্যালয়
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত
মো. সজীবের (২৩) বাড়ি বরিশাল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ
সদস্যরা জানান, সজীব রাজধানী ঢাকার বংশালে একটি মোটরসাইকেল শোরুমের টেকনিশিয়ান ছিলেন।
বিকালে গাজীপুরে তাদের মোটরসাইকেল কোম্পানির ওয়ার্কশপে অংশ নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায়
ফিরছিলেন। সঙ্গে তার এক সহকর্মী ছিলেন। পথে একটি কভার্ড ভ্যান তাদের পেছন থেকে চাপা
দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা সজীব ঘটনাস্থলেই নিহত হন। তার সহকমী সাব্বির সামান্য
আহত হন।
এসআই
কবির বলেন, কভার্ড ভ্যানের চাপায় একজন নিহত হয়েছেন। আরেকজন সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায়
পড়া মোটরসাইকেল ও কভার্ড ভ্যান হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। আর কভার্ড ভ্যানের চালককে আশুলিয়া
থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।