ক্যাটাগরি

খুলনায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী কলেজশিক্ষক নিহত

নিহত পঞ্চানন গোলদার (৫০) জেলার ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম
ডিগ্রি কলেজের শিক্ষক। ডুমুরিয়ার ধানিবুনিয়া গ্রামের পাগল গোলদারের ছেলে তিনি।

হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকায় সিটি বাইপাস সড়কে বৃহস্পতিবার
রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হরিণটানা থানার ওসি এনামুল হক বলেন, পঞ্চানন মোটরসাইকেলে
করে কৈয়াবাজার থেকে খুলনা যাচ্ছিলেন। পথে ট্রাক ধাক্কা দিলে তার একটি হাত ভেঙে যায়।
আশপাশের লোকজন তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে
জানান ওসি এনামুল হক।