নিহত সাদেক আলী (৩২) শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। ছায়াবিথি এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি।
গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গাজীপুর শহরের পশ্চিম ভরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসার এবার স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন।
“বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মধ্য ছায়াবিথি এলাকার গোপাল জেনারেল স্টোর নামে মুদি দোকানের সামনে সাদেকের সঙ্গে
তার কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার ধারালো অস্ত্র উঁচিয়ে সাদেককে ধাওয়া করেন। অস্ত্রটি তার
সঙ্গেই ছিল। সাদেকের গলায় আঘাত করলে আহত হন।”
স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান
ওসি।
তিনি বলেন, “জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেওয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। কাওসারকে গ্রেপ্তারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তবে কে কাকে সালাম দেয়নি তা বলতে পারেনি পুলিশ।