এ ঘটনায় আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাহাত্তারপুলের ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, ওহিদ মিয়া (৫৫), শহিদ মাঝি (৫০) ও আবদুল মান্নান (৪০)।
ওসি রুহুল আমিন বলেন, হতাহতরা সবাই পেশায় শ্রমিক। শাহ আমানত সেতু থেকে অটোরিকশায় করে তারা বহদ্দারহাটে যাচ্ছিলেন।
“পথে রাহাত্তারপুলের কাছে একটি ট্রাক পেছন থেকে ওই অটোরিকশায় ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।