শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম সিংড়ারডাঙ্গায় একটি লিচু বাগানে এই মরদেহ পাওয়া যায় বলে বীরগঞ্জ থানার এসআই আকবর হোসেন জানান।
নিহত আফজাল হোসেন (২৫) দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দীপনগর গ্রামের আনসার আলীর ছেলে।
এসআই আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃতদেহ মাফলারে লিচু গাছে ঝুলন্ত অবস্থায় ছিল।
“প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে।”
এসআই আকবর আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; মামলার প্রস্তুতি চলছে।