ক্যাটাগরি

সুনামগঞ্জে ভাইকে হত্যার অভিযোগ

উপজেলার কালারুকা
ইউনিয়নের জামুরাইল গ্রামে বৃহস্পতিবার বিকালে তাকে হত্যা করা হয় বলে ছাতক থানার ওসি
মোহাম্মদ নাজিম উদ্দিন জানান।

নিহত পারভেজ মিয়া
(৩৮) ওই গ্রামের লিলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান,
কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। বিকালে দুই ভাইয়ের
স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাই নিজেদের স্ত্রীদের পক্ষ
নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় বল্লমের আঘাতে পারভেজ আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তিনি মারা যান।

ওসি নাজিম বলেন, এ
ঘটনায় তারা অভিযোগ পেয়ে সমুজ মিয়াকে (৬০) আটক করেছেন। তবে এখনও মামলা হয়নি।