এক লেগের কোয়ার্টার-ফাইনালে গত বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো
ম্যাচে গ্রানাদাকে ৫-৩ গোলে হারিয়েছিল কাতালান দলটি। সেভিয়া শেষ চারে ওঠে দ্বিতীয় সারির
দল আলমেরিয়াকে ১-০ গোলে হারিয়ে।
গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ ড্র
করেছিল বার্সেলোনা।
অন্য সেমি-ফাইনালে মুখোমুখি আথলেতিক বিলবাও ও লেভান্তে।