ক্যাটাগরি

হবিগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান।

নিহত জামান মিয়া (৩২) উপজেলার ফতেহপুর গ্রামের গেদা মিয়ার ছেলে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জামান মিয়ার সঙ্গে হাওরের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয় একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মজনু মিয়ার। এর জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের স্বজনরাও যোগ দেন।

“সংঘর্ষ চলাকালে জামান মিয়ার বুকে ‘ফিকল’ (বল্লম) বিদ্ধ হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়; সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া আহত শাহনুর মিয়া, ফয়েজ মিয়া, ইউনুছ মিয়া, মজনু মিয়া, মুকিত মিয়া ও বজলু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ ঘটনাটির পুরো কারণ খতিয়ে দেখতে এবং দায়ীদের ধরতে অভিযান চালাচ্ছে।