ক্যাটাগরি

অ্যাস্টন ভিলায় ফের ধরাশায়ী আর্সেনাল

ভিলা পার্কে শনিবার ১-০ গোলে হেরেছে সফরকারী আর্সেনাল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্যবধান গড়ে দেন অলি ওয়াটকিন্স।

মৌসুমের শুরুতে শিরোপাধারী লিভারপুলকে ৭-২ গোলে বিধ্বস্ত
করে চমকে দিয়েছিল অ্যাস্টন। এবার হারাল আর্সেনালকে। আসরে আর্তেতার দলের এটি দশম হার।

গত নভেম্বরে এমিরেটস স্টেডিয়ামে আসরে দুই দলের প্রথম দেখায়
৩-০ গোলে জিতেছিল অ্যাস্টন ভিলা। ২৮ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে দুই লেগেই আর্সেনালকে
হারালো তারা।

আগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে হারা
আর্সেনাল বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ছিল পিছিয়ে। ৩৪ শতাংশ বলের দখল নিয়েও লক্ষ্যে
আটটি শট নেয় অ্যাস্টন ভিলা। সফরকারীরা লক্ষ্যে শট রাখতে পারে কেবল তিনটি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল।

আর্সেনালের হয়ে অভিষেক ম্যাচে ৭৪ সেকেন্ডেই গোল খেয়ে বসেন
গোলরক্ষক ম্যাট রায়ান। ক্ষিপ্র গতিতে বাম প্রান্ত দিয়ে ছোট বক্সে ঢুকে কাটব্যাক করেন
বার্ট্রান্ড ট্রাওরে। কাছ থেকে ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিন্স।

২৮তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় আর্সেনাল। গ্রানিত জাকার
ফ্রি-কিক বামে লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।

তিন মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি
ট্রাওরে। তার চিপ শট ছুটে রুখে দেন গোলরক্ষক রায়ান। ৪৪তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ
করেন আর্সেনাল উইঙ্গার নিকোলাস পেপে।

ম্যাচজুড়ে রক্ষণ অটুট রেখে খেলা অ্যাস্টন ভিলার দ্বিতীয়ার্ধের
শুরুটাও ছিল দারুণ। তাদের একের পর এক আক্রমণ রুখে ব্যবধান বাড়তে দেননি রায়ান।

৫৮তম মিনিটে আলেকসঁদ লাকাজেতকে তুলে পিয়েরে-এমেরিক অবামেয়াংকে
নামান কোচ। আট মিনিট পর বদলি নামেন কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে
আসা মার্টিন ওডেগোর। আক্রমণে ধার বাড়াতে খানিক পর নামানো হয় উইলিয়ানকে। কিন্তু লাভ
হয়নি কোনো।

এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন রইলো আর্সেনাল। ২৩ ম্যাচে
নয় জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে দশম স্থানে। ২১ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে
৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অ্যাস্টন ভিলা।

২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানচেস্টার
সিটি।