ক্যাটাগরি

ক্রিকেট জুয়াড়ি সন্দেহে চট্টগ্রামে ৩ ভারতীয় আটক

শনিবার
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিন চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ স্টেডিয়াম
এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক
তিনজন হলেন- সুনীল কুমার (৩৮), চেতন শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।

পাহাড়তলী
থানার ওসি হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুয়াড়ি সন্দেহে দুপুরে তিন
ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এনএসআই সদস্যরা।”

এক
এনএসআই সদস্য জানান, গত ৪ ফেব্রুয়ারি থেকে ওই তিনজনের উপর নজরদারি করা হচ্ছিল। গোপন
তথ্যের ভিত্তিতে দুপুরে আটক করে থানা পুলিশের হাতে সোপার্দ করা হয়।

ওসি
হাসান বলেন, “তাদের কাছে তেমন কোন উপকরণ পাওয়া যায়নি। তারা মোবাইলে অনলাইনে এ জুয়া
খেলে থাকেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের সাথে কথা বলা হচ্ছে। মোবাইল সেটগুলো জব্দ করে
যাচাই বাছাই করা হচ্ছে।”

জুয়ার
সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার  হবে বলে জানান ওসি।