উপজেলার
ড্রিমল্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার বিকাল ৩টার দিকে তিনি নিহত হন বলে পলাশবাড়ী
থানার এসআই মো. মানিক রানা জানান।
নিহত
মো. চান মিয়া সরদার (৬০) পলাশবাড়ী পৌরসভার জগরজার্নি গ্রামের মো. আছর উদ্দিনের
ছেলে।
আহত
হয়েছেন একই পৌরশহরের রাইগ্রামের মো. আইজল হক (৫৮) নামে এক ব্যক্তি। তাকে পলাশবাড়ী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই
বলেন, চান মিয়া আর আইজল রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। বগুড়া থেকে ছেড়ে আসা
রংপুরগামী একটি মাইক্রোবাস সেখানে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনকে চাপা দেয়। এতে তারা আহত হন।
তাদের
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চান মিয়া মারা যান বলে তিনি
জানান।
পলাশবাড়ী
থানার ওসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি আটক
করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।