ক্যাটাগরি

বোমা হামলার ‘চক্রান্ত’ বানচালের দাবি বাহরাইনের

শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, বুধবার সকালে দুটি পৃথক সময়ে ওই এমটিএম বুথ দুটিতে বোমাগুলো রাখা হয়েছিল।

এ ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি সরকারি কৌঁসুলিদের কাছে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষগুলো জাতীয় নিরাপত্তা সংস্থার সহযোগিতায় দুটি সন্ত্রাসী চক্রান্ত বানচাল করেছে, যা রাজধানীর প্রশাসনিক অঞ্চলের আল নাইম ও জিদাফস এলাকায় একটি জাতীয় ব্যাংকের দুটি এটিএম ‍উড়িয়ে দিতে চেয়েছিল।” 

সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র বাহরাইনের শাসক গোষ্ঠী সুন্নি হলেও দেশটির সংখ্যাগরিষ্ঠ নাগরিক শিয়া সম্প্রদায়ভুক্ত।