ক্যাটাগরি

মার্সেইয়ের বিপক্ষে অনিশ্চিত নেইমার

এক বিবৃতিতে শনিবার প্যারিসের দলটি জানায়, পেটের পীড়ার
কারণে এদিন সকালে অনুশীলনে ছিলেন না নেইমার।

আগের ম্যাচে নিষিদ্ধ থাকা ২৮ বছর বয়সী ফুটবলারকে মার্সেইয়ের
বিপক্ষে দলে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে ফরাসি চ্যাম্পিয়নরা। কোচ মাওরিসিও পচেত্তিনোর
আশা, দ্রুত সেরে উঠবেন নেইমার।

২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে গতবারের চ্যাম্পিয়ন
পিএসজি। তাদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে লিল। ২১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার
নয়ে মার্সেই।