ক্যাটাগরি

স্টারলিংক ইন্টারনেটের গ্রাহক দশ হাজারের বেশি

মূলত এক এফসিসি আবেদনে স্টারলিংকের ব্যবহারকারীর সংখ্যা সম্পর্কে জানিয়েছে স্পেসএক্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নিজেদেরকে যোগ্য টেলিযোগাযোগ সেবাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে স্টারলিংক।

স্টারলিংককে লাখো ডলার অনুদান দিয়েছে ‘রুরাল ডিজিটাল অপরচুনিটি ফান্ড’। ওই অনুদান ব্যবহার করে আরও কয়েকটি অঙ্গরাজ্যে নিজেদের সেবা নিয়ে আসতে চাইছে প্রতিষ্ঠানটি। কিন্তু তা করার আগে নিজেদেরকে যোগ্য টেলিযোগাযোগ সেবাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্যই মূলত এফসিসি বরাবর আবেদন করেছে তারা।

চিঠিতে লেখা, কক্ষপথে স্পেসএক্সের এক হাজারেরও বেশি কৃত্রিম উপগ্রহ রয়েছে, এবং তাদের নেটওয়ার্ক প্রতি সেকেণ্ডে ১০০/২০ মেগাবিটসেরও বেশি গতিতে সংযুক্ত করতে পারবে ব্যবহারকারীদের।