২০১১ থেকে ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা তিন নির্বাচন করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।
২০১৮ সালে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। এর আগে মাদ্রিদের ক্লাবটিতে দুর্দান্ত সময় কাটান তিনি। যেখানে তার সতীর্থ ছিলেন রামোস। গত দশকে রিয়াল মাদ্রিদের চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় অবদান এই দুই জনের।
রামোস গত দশকে রিয়ালের হয়ে তিনটি লা লিগা শিরোপা জিতেছেন। আর এই সময়ে রোনালদো রিয়াল ও ইউভেন্তুসের হয়ে জিতেছেন দুটি করে চারটি লিগ শিরোপা।
জাতীয় দলের হয়ে দুই জনেরই আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা। রামোস ২০১২ সালে স্পেনের হয়ে আর রোনালদো ২০১৮ সালে পর্তুগালের হয়ে জেতেন ইউরোপ সেরার স্বীকৃতি।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নয়ার গত দশকে ক্লাব ফুটবলে পেয়েছেন অসাধারণ সব সাফল্য। বায়ার্ন মিউনিখের হয়ে টানা আটবার বুন্ডেসলিগা জয়ের পাশাপাশি জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও অনেক শিরোপা জিতেছেন তিনি।
দশক সেরা তিন নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মানির মিডফিল্ডার জেনিফার মারোজান, নরওয়ের ফরোয়ার্ড আদা হেগেরবার্গ ও ফ্রান্সের ডিফেন্ডার ওয়েন্ডি হোনা।