ছবিটি পরিচালনার ‘কথা থাকলেও ব্যস্ততার কারণে তা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন’ বলে শনিবার রাতে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান ইফতেখার চৌধুরী।
পরে এ বিবৃতিতে অনন্ত জলিল বলেন, “নেত্রী- দ্য লিডার একটি আন্তর্জাতিক প্রজেক্ট। তাই আনুষ্ঠানিকভাবে চুক্তি না হওয়া পর্যন্ত সেই ছবিটি ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছি- এটা বলা যায় না। আর যেখানে কোনও চুক্তিই হয়নি, সেখানে ছেড়ে দেওয়ার বিষয়ই আসে না।”
এর আগে এক অনুষ্ঠানে ‘নেত্রী-দ্য লিডার’ চলচ্চিত্রের পরিচালক হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীকে নেওয়ার কথা বলেছিলেন অনন্ত জলিল।
সে বিষয়ে তিনি বলেন, “মৌখিকভাবে বলা কোনও কিছু চুক্তি নয়।”
বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালক হিসেবে ইতোমধ্যে তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধবকে চূড়ান্ত করা হয়েছে।
ছবির বাংলাদেশ অংশের পরিচালক হিসেবে অনন্ত জলিলই থাকছেন, তুরস্কের পরিচালক এখনও চূড়ান্ত করা হয়নি।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য দক্ষিণ ভারতের তিন অভিনেতা রবি কিষান, প্রদীপ রাওয়াত ও কবির দুহান সিংকে চূড়ান্ত করা হয়েছে।
রবি কিষান এর আগে উপেন্দ্র মাধবের চলচ্চিত্রে কাজ করেছেন। উপেন্দ্রর ‘এমএলএ’ ছাড়াও ‘লাকি : দ্য রেসার’, ‘বাটলা হাউজ’, ‘তেরেনাম’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন রবি।
আমির খানের সুপারহিট চলচ্চিত্র ‘গজনী’-তে খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন প্রদীপ রাওয়াত।
আরেক খল অভিনেতা কবির দুহান সিং খল তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি তামিল ও কন্নড় ভাষার চলচ্চিত্রে কাজ করছেন।
কিক-২, ভেদালাম, ডিক্টেটর, সরদার গাব্বার সিংসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।