শুক্রবার স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল এক টুইটে বলেন, ‘‘পুরো জম্মু ও কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। পরে অঞ্চলটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করা হয়।
বিশেষ মর্যাদা তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করার সময় সেখানকার রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের নানা সময়ে মুক্তি দেওয়া হয়।
কাশ্মীরে ইন্টারনেট সেবা পুনরায় চালু হওয়ার পর ওই নেতাদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক টুইট বার্তায় নিজের খুশি প্রকাশ করেন।
4G Mubarak! For the first time since Aug 2019 all of J&K will have 4G mobile data. Better late than never.
— Omar Abdullah (@OmarAbdullah) February 5, 2021