বরিশাল-কুয়াকাটা মহাসড়কে
দুমকি উপজেলার লেবুখালী প্রান্তে শুক্রবার রাতে এই দূর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ (১৪) মাদারীপুর
সদর উপজেলার ঝিকরাদি ইউনিয়নের ঘটমাঝি গ্রামের আবু মোল্লার ছেলে।
ঘটনাস্থল থেকে দুমকি থানার
ওসি মো. মেহেদী বলেন, রিয়াদ নামের এক স্কুলছাত্রকে চাপা দিয়ে ‘কুয়াকাটা এক্সপ্রেস’
নামের একটি বাস পটুয়াখালীর দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ছেলেটি মারা যায়।

প্রতীকী ছবি
“আমরা পটুয়াখালী পুলিশের
কাছে মেসেজ দিয়েছি। বাসটি আটকের চেষ্টা চলছে।”
নিহত রিয়াদের চাচা বাবু
মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রিয়াদের বাবা-মা ও বড় ভাই ইয়াদসহ
আমরা এলাকাবাসী পারিবারিক পিকনিকে কুয়াকাটা বেড়াতে আসি।”
তিনি জানান, কুয়াকাটা থেকে
ফেরার পথে ফেরিঘাটে পরিবহনের দীর্ঘ লাইন থাকায় তারা নাস্তা করার জন্য গাড়ি থেকে বের
হন। হঠাৎ পিছন থেকে কুয়াকাটা এক্সপ্রেস নামের
একটি বাস ‘রং সাইড’ দিয়ে ফেরিতে উঠতে চেষ্টা করার সময় রিয়াদকে চাপা দেয়।
“চাপায় পিষ্ট হয়ে রিয়াদের
মাথা চ্যাপটা হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই পরিবহনটি ঘুরিয়ে
পটুয়াখালীর দিকে পালিয়ে যায়।”
কুয়াকাটা এক্সপ্রেস নামের
পরিবহনটি আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি মেহেদী।