স্বাস্থ্য অধিদপ্তর শনিবার বিকালে দেশে কোভিড-১৯ সংক্রমণ
পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।
আরও ৩০৫ জন
রোগী শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন হয়েছে।
গত এক দিনে আরও ৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ হাজার ১৯০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে।