তেরখাদা থানার ওসি গোলাম মোস্তফা জানান, উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ (৩৫) আড়ফাঙ্গাসিয়া গ্রামের মো. সাত্তার শেখের ছেলে।
ওসি বলেন, শিক্ষক মো. আব্দুল্লাহর বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এক পর্যায়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে যায়।
“পরে এলাকাবাসীদের একজন এক ডাকাতকে ধরে ফেলেন।এ সময় অন্য ডাকাতরা জামালকে ছুরিকাঘাত করে এবং পরে তারা পালিয়ে যায়।“
পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার ভোরে সেখানে তিনি মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।