শনিবার দুপুরে দিনাজপুর ডিবির ওসি ইমাম জাফর জানিয়েছেন, আগের গভীর রাতে জেলার কাহারোল উপজেলা পূর্ব সাদিপুর হেলেনচাকুড়ি গ্রাম থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাড়ে ২৯ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, জেলার কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের মজিবুর রহমান (৫০), তার ছেলে পারভেজ হোসেন (১৯), আনারুল ইসলাম (২০), কুমিল্লার জেলার ব্রাম্মনপাড়া উত্তর নাগাইশ গ্রামের জুয়েল মিয়া (২৬), সুজন মিয়া ( ২৫) এবং সুজন মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২৪)।
ওসি ইমাম জাফর বলেন, মজিবরের ঘরের মেঝেতে বিশেষ কায়দায় নির্মাণ করা সুড়ঙ্গ থেকে ওই গাঁজা এবং ‘গাঁজা বিক্রি’ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ সময় ওই বাড়ি থেকে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
সুজন ও তার স্ত্রী দীর্র্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে কাহারোলে মজিবরের বাড়িতে রেখে ব্যবসা করে আসছিলেন বলছে পুলিশ।