ক্যাটাগরি

নওফেলকে দিয়ে শুরু হবে চট্টগ্রামে টিকাদান

রোববার সকাল ১০টায়
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে তার টিকা নেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম-৯
আসনের সংসদ সদস্য নওফেল চট্টগ্রাম মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন।

তারপর চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিভাগীয়
স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এবং
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর
টিকা নেওয়ার কথা আছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

প্রথম দিনে চিকিৎসক,
রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ মোট ১০০ জন চট্টগ্রাম মেডিকেলে করোনাভাইরাসের
টিকা নেবেন বলে হাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়নু কবীর জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “সকাল ১০টায় জাতীয়ভাবে টিকাদান উদ্বোধনের পরই আমাদের কার্যক্রম শুরু হবে।
শিক্ষা উপমন্ত্রী প্রথম টিকা নেবেন।

“প্রথম দিনে আড়াইটার
মধ্যে টিকা দান শেষ করব। পরদিন সোমবার সকাল ৯টা থেকে টিকাদান শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত
চলতে থাকবে। চেষ্টা করব নিবন্ধন থাকা যারা হাসপাতালে আসবেন, তারা যেন টিকা দিয়ে ফিরতে
পারেন।”

হাসপাতালের চতুর্থ
তলায় আইসিইউয়ের পাশে চারটি বুথে টিকা দেওয়া হবে। পুরুষদের জন্য দুটি এবং নারীদের জন্য
দুটি বুথ রাখা হয়েছে।

প্রথম ডোজের চার সপ্তাহের মাথায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

প্রথম ডোজের চার সপ্তাহের মাথায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

হাসপাতালে টিকাদান
বুথের সঙ্গে অবজারভেশন কক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে।  

টিকাদান কার্যক্রম
শুরুর পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও টিকা দেওয়া শুরু হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন
করবেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।

রোববার করোনাভাইরাসের গণ টিকাদান সামনে রেখে আগের দিন বিভিন্ন কেন্দ্রে টিকা পাঠানো হয়।

রোববার করোনাভাইরাসের গণ টিকাদান সামনে রেখে আগের দিন বিভিন্ন কেন্দ্রে টিকা পাঠানো হয়।

চট্টগ্রামের সিভিল
সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেনারেল হাসপাতালে
প্রথম দিনে ২০ জনকে টিকা দেওয়া হবে। উপজেলায় এবং সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্রগুলোতে
টিকা পাঠানো হয়েছে। ১৫টি উপজেলায় প্রথম দিন কমপক্ষে ১০ জন করে ব্যক্তিকে টিকা দেওয়ার
কথা আছে।”

করোনাভাইরাসের টিকাদান সামনে রেখে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বৈঠক করে।

করোনাভাইরাসের টিকাদান সামনে রেখে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বৈঠক করে।

সিসিসির প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, নগরীর ১৫টি কেন্দ্রের জন্য ১৭০ জন নার্স, মিডওয়াইফারিসহ
অন্য কর্মীদের দুই দিন প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রথম দিন তালিকাভুক্ত সম্মুখ সারির যোদ্ধাদের
টিকা দেওয়া হবে।

“আমরা প্রথম দিনই টিকা
নেব, যাতে জনসাধারণ শঙ্কিত না হয়, মানুষ যাতে নির্ভয়ে টিকাগ্রহণ করে।”

ইতোমধ্যে চট্টগ্রামে
চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা পৌঁছেছে। এর মধ্যে নগরীতে এক লাখ ৫৪ হাজার ডোজ দেওয়া হবে।
বাকি টিকা উপজেলাগুলোতে পাঠানো হয়েছে।