ব্রাত্য বসুর ‘ডিকশনারি’র মধ্য দিয়েই প্রথমবারের মতো টালিগঞ্জের কোনও চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিটি ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
মুক্তির আগে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরের চলচ্চিত্র নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা ব্রাত্য বসু; এতে মোশাররফ করিমকে নিয়ে কাজের ইচ্ছার কথাও জানান তিনি।
ব্রাত্য বসু বলেন, “আমি মোশাররফ করিমের অনুরাগী। প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম ওকে নেব, সে মোতাবেক প্রযোজকের সঙ্গে কথাও বলি যে, ওকে আমার প্রয়োজন। প্রযোজকরা আমার সঙ্গে খুবই কো-অপারেট করেন এবং বাংলাদেশে নিয়ে যান।
“অনেক কষ্টে মোশাররফ করিমকে রাজি করাই। হয়তো আমার সঙ্গে পরের কাজও করবেন।”
পরের ছবিটিও প্রযোজনায় থাকবেন ‘ডিকশনারি’ প্রযোজক ফিরদৌসুল হাসান।
তবে এ বিষয়ে মোশাররফ করিমের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ‘ডিকশনারি’ নির্মাণ করেছেন ব্রাত্য বসু।
এ চলচ্চিত্রে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
তার চরিত্র নিয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, যিনি কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন তিনি। ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।
মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু।
অন্যান্য চরিত্রে রয়েছেন আবীর চ্যাটার্জি, নুসরাত জাহান, মধুরিমা বসাকসহ আরও অনেকে।