ক্যাটাগরি

পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট

শুক্রবার এ ব্যাপারে জানিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, এপ্রিলের ১৩ তারিখে নতুন নিরাপত্তা প্যাচ ছাড়বে মার্কিন সফটওয়্যার জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ওই নিরাপত্তা প্যাচটিই পুরোনো ব্রাউজার সরিয়ে নতুনটি ইনস্টল করে দেবে।

উইন্ডোজ ১০-এর সঙ্গে এজ ব্রাউজার এর যে সংস্করণটি দেওয়া হয়েছিল, সেটিকেই আনইনস্টল করে দেবে মাইক্রোসফটের নিরাপত্তা প্যাচ।

পুরোনো এজ ব্রাউজারটি মাইক্রোসফটের নিজস্ব এজএইচটিএমএল রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছিল। পরে ২০১৯ সালে মাইক্রোসফট জানায়, গুগলের ক্রোমিয়াম সফটওয়্যারের সুফল ভোগ করতে ব্রাউজারটিকে ঢেলে সাজাচ্ছে তারা।

গত বছরের জুনে উইন্ডোজ আপডেটের সঙ্গে ব্রাউজারটিকে বাজারে ছাড়ে মাইক্রোসফট। এর দুই মাস পর মাইক্রোসফট জানায়, ২০২১ সালের মার্চের ৯ তারিখ থেকে পুরোনো লেগাসি এজ ব্রাউজারের জন্য বাড়তি আর কোনো নিরাপত্তা আপডেট ছাড়বে না তারা।