ক্যাটাগরি

মুমিনুলের ফিফটি, মুশফিকের বিদায়

৩১ রান দিয়ে দিন শুরু
করে মুমিনুল শনিবার সকালে পঞ্চাশে পৌঁছে যান অনায়াসেই। ৮৪ বলে পা রাখেন মাইলফলকে।

তবে অধিনায়কের ফিফটির
আগেই বড় একটি ধাক্কা হজম করতে হয় দলকে। রাকিম কর্নওয়াল ফিরিয়ে দেন মুশফিকুর রহিমকে।

কর্নওয়ালের বলটি শর্ট
ছিল খানিকটা, কিন্তু পুল খেলার মতো যথেষ্ট শর্ট নয়। মুশফিক তবু পুল করার চেষ্টা করেন।
বল একটু নিচু হয়ে লাগে প্যাডে। ক্যারিবিয়ানদের জোরালো আবেদনে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে
শহীদ সাড়া দেন অনেকক্ষণ ভেবে।

মুমিনুলের সঙ্গে কথা
বলে রিভিউ নেন মুশফিক। কিন্তু হারাতে হয় সেই রিভিউ। দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান
ফেরেন ১৮ রানে।

কর্নওয়ালের পরের ওভারেই
সিঙ্গেল নিয়ে মুমিনুল পূর্ণ করে ফিফটি। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ টেস্টে ৮ বারই
পঞ্চাশের স্বাদ পেলেন তিনি। আগের ৭ বারের ৬টিকেই রূপ দিয়েছিলেন সেঞ্চুরিতে।

দিনের শুরুটাই মুমিনুলের
ছিল আত্মবিশ্বাসী। মুখোমুখি দ্বিতীয় বলেই দুর্দান্ত এক অন ড্রাইভে বাউন্ডারি মারেন
শ্যানন গ্যাব্রিয়েলকে। পরে কেমার রোচকে বাউন্ডারি মারেন র‌্যাম্প শটে। গ্যাব্রিয়েল
তার জন্য শরীর তাক করে শর্ট বলের কৌশল নেন। তাতে লাভ হয়নি কোনো।

দিনের প্রথম পানি পানের
বিরতির সময় বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৩। লিড ২৫৪ রানের।