সম্প্রতি বিলবোর্ড জানিয়েছে, কয়েক ধরনের লেনদেন প্রক্রিয়া বিবেচনা করেছে সাউন্ডক্লাউড। এর মধ্যে একটি হলো সরাসরি পছন্দের শিল্পীকে অর্থ দেওয়া। তবে, এখনও কোনো কিছু চূড়ান্ত করেনি প্রতিষ্ঠানটি। যেটাই চূড়ান্ত হোক না কেন, বর্তমান প্রান্তিক শেষ হওয়ার আগেই সে খবর জানানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
যদি সাউন্ডক্লাউড সত্যি সত্যি পছন্দের শিল্পীকে অর্থ দেওয়ার সুযোগ করে দেয়, তাহলে এরকম পদক্ষেপ নেওয়ার দলে সাউন্ডক্লাউড-ই হবে প্রথম স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
হিসেবে স্পটিফাই এবং অন্যান্য জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের মতো একই ধরনের সেবা দেয় সাউন্ডক্লাউড। শিল্পী ও ব্যবহারকারীর মধ্যবর্তী পক্ষ হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি। স্ট্রিমের ভিত্তিতে শিল্পীদেরকে সাবস্ক্রিপশনের অর্থ থেকে ভাগ দেয় সাউন্ডক্লাউড।
এই কাঠামোতে জনপ্রিয় শিল্পীরা সুবিধা ভোগ করলেও, স্বাধীন শিল্পীদের এভাবে আয় করতে সমস্যা হয়। মহামারীর এ সময়টিতে কনসার্ট সফর বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যা আরও বেড়েছে।