সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পৌরসভার ব্যাংক কলোনি মহল্লার
মুড়িমটকা নামে একটি রেস্তোরাঁর সামনে শনিবার রাতে তাকে হত্যা করা হয়।
নিহত রোহানুর ইসলাম রোহান (১৮) সাভার পৌরসভার উলাইল এলাকার আব্দুস সোবহানের
ছেলে।
পুলিশ জানায়, এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কয়েক দিন আগে বন্ধুদের
সঙ্গে দ্বন্দ্বে জড়ান রোহান। বিরোধ একপর্যায়ে মীমাংসাও হয়। কিন্তু রাত ৮টার দিতে রোহান
মুড়িমটকা রেস্তোরাঁর সামনে গেলে সেই বন্ধুরা অতর্কিতে হামলা চালায়। রোহানের বুকে ছুরিকাঘাত
করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন
পরিদর্শক সাইফুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত বিরোধকে
কেন্দ্র করে রোহানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।”
পুলিশ ঘটনা তদন্ত করে খুনি ধরার চেষ্টা করছে বলে তিনি জানান।