ক্যাটাগরি

হংকংয়ে প্রাথমিক স্কুলেই শিশুরা শিখবে জাতীয় নিরাপত্তা আইন

এছাড়াও নতুন শিক্ষা নীতিতে স্কুল কর্তৃপক্ষকে শিশুদের আচরণ পর্যবেক্ষণ করা এবং শিক্ষার্থীরা গণতন্ত্রপন্থি আন্দোলনকে সমর্থন করছে কিনা সে বিষয়ে নজর রেখে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।

বিবিসি জানায়, হংকংয়ের শিক্ষা ব্যুরো বৃহস্পতিবার রাতে নতুন এই দিকনির্দেশনা প্রকাশ করে। সঙ্গে একটি এনিমেশন ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শিক্ষার্থীদের কাছে জাতীয় নিরাপত্তা আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে।

গত বছর জুনে হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন জারি করে চীন। তাদের যুক্তি, গণতন্ত্রপন্থি আন্দোলনের কারণে নগরীতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণে এই আইন অত্যন্ত জরুরি।

মূলত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে গত বছর হংকংয়ে গণতন্ত্রের পক্ষে জোরাল আন্দোলন গড়ে উঠেছিল।

নতুন শিক্ষা নীতিতে প্রাথমিক স্কুলে শিশুদের জাতীয় সংগীত গাইতে এবং কিভাবে সম্মান দেখাতে হয় তাও শেখানো হবে। শেখানো হবে কিভাবে ‘পিপুলস লিবারেশন আর্মি’ হংকংকে সুরক্ষা দিয়ে আসছে। একটু বড় শিক্ষার্থীদের হংকংয়ের অধিকার এবং স্বাধীনতা সম্পর্কে শেখানো হবে।

জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো বই স্কুলের গ্রন্থাগারে থাকা চলবে না। সব সরিয়ে ফেলতে হবে।