শনিবার ভোর ৪টায় লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত
রেল লাইন মেরামত কাজ শেষ হয় বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর
রহমান।
শুক্রবার রাত ১১টার দিকে মাইজগাঁও ও বিয়ানীবাজারের
মধ্যখানে গুতিগাঁও এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনায়
পড়লে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তেলবাহী ট্রেনের আটটি বগির সাতটি লাইনচ্যুত হয়ে রেল
লাইনের পাশে পড়ে যায়। এসময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে।
খবর পেয়ে স্থানীয় লোকজন হাঁড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে
তেল সংগ্রহ করতে শুরু করেন।
ওই রাতেই দুর্ঘটনাকবলিত তেলের বগি উদ্ধারে রাতে কুলাউড়া
ও আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ২৮ ঘণ্টা পর রেল
যোগাযোগ স্বাভাবিক করে তারা।
দুর্ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী
ট্রেনগুলো মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে যাত্রা করে।
এদিকে তেলবাহী এই ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্য
বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. খাইরুল ইসলামকে
প্রধান করে এ কমিটি গঠন করা হয়। আগামী তিন দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা
দিতে বলা হয়েছে।